বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি হবে পাকিস্তানে

প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৩:৩১ অপরাহ্ণ ০ বার পঠিত
বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি হবে পাকিস্তানে

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের তৈরি ওষুধ এখন রপ্তানি হতে যাচ্ছে পাকিস্তানে। এমনটাই প্রত্যাশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের ওষুধ আমদানি করতে আগ্রহী। এছাড়াও, দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার এ আগ্রহের কথা জানান।
 

সাক্ষাতকালে প্রায় এক ঘণ্টা আলোচনা চলে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দুই দেশের স্বাস্থ্যসেবা ও বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
 

হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আরও বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প এখন একটি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে এবং পাকিস্তান এখান থেকে ওষুধ আমদানির ব্যাপারে আন্তরিক।
 

এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা।