বিপিএলে প্রথম ‘তিন হাজারি’ রানের ক্লাবে তামিম ইকবাল
প্রকাশকালঃ
২৩ জানুয়ারি ২০২৪ ০২:০১ অপরাহ্ণ ১৮৬ বার পঠিত
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) প্রথম তিন হাজারি রান সংগ্রাহক হলেন। গতকাল সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন তিনি।
বিপিএলে এখন পর্যন্ত ৯১ ম্যাচে ৯০ ইনিংসে ব্যাট করে ৩ হাজার ৫ রান করেছেন তামিম। ৩৮.৪৩ গড় ও ১২২.৯১ স্ট্রাইকরেটে তোলা এই রানের মধ্যে ২৫ অর্ধশতক ও দুটি শতক আছে তার।
বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন তামিম। ২০১২ সালের আসরে তিনি মাত্র ৯ ম্যাচে খেলে ৩৬৭ রান করেছিলেন। এরপর থেকে প্রতি আসরেই ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন তিনি।
তামিমের আগে বিপিএলে সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের ২ হাজার ৯৭৬ রান। মুশফিকও এই আসরেই ৩ হাজার রান করার লক্ষ্যে লড়ছেন।
বিপিএলের ইতিহাসে তামিম ছাড়াও তিন হাজার রান করার আরও দুজন ব্যাটার আছেন। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ (২ হাজার ৩০২) ও ইমরুল কায়েস (২ হাজার ২৫৪)।
তামিমের এই সাফল্যকে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, তামিম একজন বিশ্বমানের ব্যাটার এবং তার এই সাফল্য বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সহায়ক হবে।