কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, জরিমানা ২ লাখ টাকা 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, জরিমানা ২ লাখ টাকা 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ এবং ভেজাল সার বিক্রির অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, শনিবার দুপুরে এক কৃষক আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার না হয়ে বরং ক্ষতি হবে। এছাড়া তারা অভিযোগ করেন, খুচরা বাজারে ১০৫০ টাকা বস্তার সার তাদের ১৭০০ টাকায় কিনতে হচ্ছে।
 

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দীপ জন মিত্র বলেন, ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালের (শাহিন)কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে সার বিক্রি করা হচ্ছিল।