নওগাঁয় হিন্দু সম্মেলনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ণ   |   ৩৮০ বার পঠিত
নওগাঁয় হিন্দু সম্মেলনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-


যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রবানন্দজী মহারাজের ১৩০ তম জন্মোৎসব উপলক্ষে নওগাঁ সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসব ও হিন্দু মহাসম্মেলনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় নওগাঁর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 


 



ক্যাম্পেইনে ১৮ জন এমবিবিএস চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। চিকিৎসকদের পাশাপাশি নওগাঁ ব্লাড সার্কেলের স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ নির্ণয় করেন। 
 

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহানেওয়াজ রক্সি বলেন," নওগাঁ ব্লাড সার্কেল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমাজের সকল পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় আজকের এই সমাবেশে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষদেরকে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হচ্ছে। দিনব্যাপী আমাদের কার্যক্রম চলমান থাকবে "
 
ক্যাম্পেইনে নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগিব মাসুম এবং সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন উপস্থিত ছিলেন।