ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর সোনাইমুড়ীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ এক যুবক গ্রেপ্তারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত মো. শিপন (২৫) নামের ওই যুবকের কাছ থেকে ২টি পিস্তল, ২টি এলজি, ১টি পাইপগানসহ বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল, ছুরি এবং অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে র্যাব শিপনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিপন ও তার সঙ্গীরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা এইসব অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছিল।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।