নারীর গলাকাটা লাশ উদ্ধার তেজগাঁওয়ে ভবনের নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২১ মে ২০২৩ ০৬:৫১ অপরাহ্ণ
|
৪০৬ বার পঠিত
রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়ায় একটি ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলেছে, ওই নারীর নাম জুলেখা। বয়স ৩০ বছর। এ ঘটনায় জড়িত সন্দেহে নিরাপত্তাকর্মী সিরাজকে হেফাজতে নিয়েছে পুলিশ। সন্দেহভাজন রিকশাচালক জলিলকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, তেজকুনিপাড়ার জামান টাওয়ারের নিচতলায় ওই কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জলিলের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক ছিল। তবে দুজনেরই আলাদা সংসার রয়েছে।
গতকাল রাতে জামান টাওয়ারে আসেন তাঁরা। ভবনের নিরাপত্তাকর্মী সিরাজ আগে থেকেই জলিল ও জুলেখার পরিচিত ছিলেন। সিরাজ দুদিন আগে জুলেখাকে ময়মনসিংহ থেকে ঢাকায় ডেকে আনেন। জুলেখার ঢাকায় কাজ করার কথা ছিল।
পুলিশ সূত্র আরও বলছে, গতকাল রাতে জুলেখা, সিরাজ ও জলিলকে কারওয়ান বাজার এলাকায় একসঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সেখান থেকে তাঁরা আম কিনেছিলেন।
জুলেখার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।