ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, অভিযুক্ত আশরাফুল গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ   |   ১২৫ বার পঠিত
ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, অভিযুক্ত আশরাফুল গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

ঢাকার ধানমন্ডি এলাকার জিগাতলায় ইবনে সিনা হাসপাতালের সামনে চাঁদাবাজির ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত যুবক আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
 

পুলিশ জানায়, আশরাফুলের কোনো রাজনৈতিক পরিচয় এই মামলায় বিবেচ্য নয়; শুধুমাত্র অভিযোগ পাওয়ার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি রাস্তার ওপর মাস্তানি করা যুবককে জিজ্ঞেস করেন, “তুমি মাস্তানি করছো?” উত্তরে আশরাফুল বলেন, “হ, করতাছি, কোনো সমস্যা?”
 

ভিডিওর অন্য অংশে, প্রাইভেটকারে থাকা একজন নারী ওই যুবকের নাম জানতে চাইলে তিনি উত্তর দেন, “নাম দিয়ে কী হবে?” পরে গাড়ির মালিক বলেন, “রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।” ভিডিওটি গাড়ির ভেতর থেকে ধারণ করা হচ্ছিল, তা বুঝতে পেরে আশরাফুল ক্যামেরার দিকে তাকিয়ে চুল নাড়িয়ে বলেন, “চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না।” এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করে।