অনলাইন ডেস্ক
নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (পিটিআই/দ্য হিন্দু/এনডিটিভি): ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’। বিক্ষোভ চলাকালীন সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়ায়।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েক’শ বিক্ষোভকারীকে আটকাতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। কিন্তু এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যায়। এই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপি বিক্ষোভের ডাক দিলে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। দ্য হিন্দু জানায়, এলাকাটিতে তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।
এনডিটিভি জানিয়েছে, কড়া নিরাপত্তা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে দেখা যায়। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।