কুমিল্লা, ১৬ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস): কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে চান্দিনা উপজেলার মহারং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের মামলার আসামি তিনি। এ ছাড়া চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মফিজুল ইসলাম ২০১৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। ছাত্রলীগের মাধ্যমে ১৯৮৬ সালে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর তিনি চান্দিনা উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৯ সাল থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।