৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৪ অপরাহ্ণ   |   ১১৯ বার পঠিত
৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই

ঢাকা প্রেস
হোসেন বাবলা,বিশেষ প্রতিনিধি:-


 

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত যাচাইয়ে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য মোঃ ইসরাফিল খসরু।

 


 

২ঘন্টার এই মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্ন প্রশ্ন, মতামত, পরামর্শ, আলোচনা এবং করণীয়-বাস্তবায়ন এর উপর অংশগ্রহণ মূলক উত্তর দেওয়ার চেষ্টা করেন এই তরুণ রাজনৈতিক ইসরাফিল।

 



৩৯ নং ওয়ার্ডের রেইনবো কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য ও  সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

 



মতবিনিময় সভায় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য মোঃ নুরুজ্জামান, মাহাবুব এলাহী, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, আইয়ুব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান,মোঃ আলমগীর, নূর উদ্দিন মুন্না, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ শরীফ , যুবদলের মোঃ রিয়াদ, মোঃ সোহেল, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন,ছাত্রদলের আকিব জাভেদ, কৃষক দলের সাহেদ আলী ও মোঃ রনি প্রমুখ ।

 



এছাড়া তাঁতীদল,শ্রমিক দল মহিলা দল,জাসাস নেতৃবৃন্দ সহ পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন,রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমজীবী মানুষ, ধর্মীয়নেতা, শিক্ষক প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি , চিকিৎসক প্রতিনিধি, প্রকৌশলী সর্বস্তরের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ইসরাফিল খসরু বলেন, দীর্ঘ বছর যাবত একটি ভঙ্গুর সংবিধান নিয়ে ফ্যাসিস্ট সরকার বিনাভোটে ক্ষমতায় থেকে জণগন কে কঠিন ছাপের মধ্যে রেখে লুটপাট করেছে ঐ আওয়ামী সরকারের দোসররা।


যা থেকে উত্তরণের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে বৈঠক করে জনগণকে সত্যিকার অর্থে জনবান্ধব ও জাতির কল্যাণে কাজ করতেই এই রুপরেখা দিয়েছি, আপনাদের সঠিক ও স্বচ্ছ মতামত পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামীতে রাজনৈতিক ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছি আমরা।


এর আগে ইসরাফিল উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উত্থাপিত প্রশ্নের জবাব দেন।