নবীনগরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৫

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ মে ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
নবীনগরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া-রাধিকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল মিয়া (৪৭) ও আহম্মদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন—সিয়াম (২২), মোহাম্মদ আরিফ (৪০) ও মোহাম্মদ জালাল উদ্দিন (৩৬)। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি দুইজন।
 

নিহত আক্তার খন্দকার ওইদিন সকালে তার অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে রাতে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন শ্যালক ইউপি সদস্য বিল্লাল মিয়া এবং ভাই সিয়াম।
 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, “সড়কে দুর্ঘটনা প্রতিরোধে আমরা সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছি। শনিবার (১০ মে) থেকে লাইসেন্সবিহীন যানবাহন, অদক্ষ চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।”