গৌরনদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: সদস্য সচিবসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০২:৪৩ অপরাহ্ণ   |   ২৩ বার পঠিত
গৌরনদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: সদস্য সচিবসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি:-

 

বরিশালের গৌরনদীতে বিএনপির দু’পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
 

রোববার (২৭ জুলাই) রাতে এই অভিযোগটি করেন আহত ছাত্রদল নেতা মো. রমজানের ভাই আবুল হোসেন। তিনি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর অনুসারী বলে জানা গেছে।
 

অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ৫ আগস্ট একটি কর্মসূচি পালনের লক্ষ্যে রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাকালে সিনিয়র নেতাদের সঙ্গে মতবিরোধের জেরে সদস্য সচিব শরীফ হান্নানের নির্দেশে তার অনুসারীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজান ও ছাত্রদল নেতা জসিম দর্জি আহত হন। হামলাকারীরা তাদের মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। বর্তমানে রমজান গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
 

নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন—জসিম শরীফ, জামান শরীফ, জুয়েল শরীফ ও হুমায়ুন পাইক। বাকি ১২ জনকে অজ্ঞাত হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 

উল্লেখ্য, ওই সভায় আমন্ত্রণ না পেয়ে উপস্থিত হওয়া বদিউজ্জামান মিন্টুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। তার অনুসারীদের দাবি, সভায় তাকে উপেক্ষা করা হয়েছে এবং সেখানে গেলে হান্নানের পক্ষের লোকজন তাকে কটূক্তি করে। এ থেকেই সংঘর্ষের সূচনা হয়।
 

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় চার নেতার নেতৃত্বে গৌরনদী উপজেলা বিএনপি বর্তমানে চারটি ভাগে বিভক্ত। বদিউজ্জামান মিন্টু ও শরীফ হান্নান উভয়েই কেন্দ্রীয় উপদেষ্টা জহির স্বপনের অনুসারী। উপজেলা কমিটিতে প্রভাব বিস্তারের লড়াইয়ে এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রূপ নিয়েছে।