দীর্ঘ রাজনৈতিক বিরতির পর বিএনপিতে ফিরলেন শওকত হোসেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০৪ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
দীর্ঘ রাজনৈতিক বিরতির পর বিএনপিতে ফিরলেন শওকত হোসেন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও বিরতির পর আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে প্রত্যাবর্তন করেছেন সীতাকুণ্ডের পরিচিত সংগঠক ও সাবেক এপিএস মোহাম্মদ শওকত হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রাম নগরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

এ সময় সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান। স্বাগত জানানো নেতাদের মধ্যে ছিলেন—সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজা উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম আর চৌধুরী মিল্টনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়াও পৌরসভা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শওকত হোসেনের রাজনৈতিক জীবন শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। ১৯৮৬ সালে তিনি সীতাকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ১৯৮৮ সালে সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে সীতাকুণ্ড পৌর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, ২০০৪ সালে সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ২০০৫ সালে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।

এছাড়াও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন শওকত হোসেন। এ সময়ে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

দলীয় কাঠামোর ভেতরে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ভিন্ন রাজনৈতিক ধারায় যুক্ত হন। ২০১৫ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।

ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের দিক থেকেও বিএনপির সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ। তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেক্রেটারির জ্যেষ্ঠ কন্যার জামাতা।

শওকত হোসেনের এই প্রত্যাবর্তনকে সীতাকুণ্ডের বিএনপি নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত এই নেতার পুনরাগমন সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সহায়ক হবে।

রাজনৈতিক অঙ্গনে শওকত হোসেনের ফিরে আসাকে অনেকেই দেখছেন আদর্শ, সম্পর্ক ও দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধনে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে।