পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তের আশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ ৫০৭ বার পঠিত
পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তের আশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম সোমবার (৪ নভেম্বর) পিলখানা বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে জানিয়েছেন যে, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা এখনই পুনঃতদন্তের জন্য কমিশন গঠনের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এই ঘটনার একটি বিস্তারিত তদন্ত হবে।

 

জাহাঙ্গীর আলম জানিয়েছেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নত হলেও, আরও উন্নতির জন্য কিছু সময় লাগবে। ঢাকা মহানগরের পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে, যার ফলে নতুন পুলিশ সদস্যদের স্থানীয় পরিবেশ ও অপরাধীদের নেটওয়ার্ক বুঝতে কিছু সময় লাগবে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হয়েছিল। এই ঘটনার পুনঃতদন্তের দাবি দীর্ঘদিন ধরেই চলে আসছে।

 

এর আগে রোববার (৩ নভেম্বর) হাইকোর্ট এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন গঠিত হয়েছে কি না তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষকে নোটিশ জারি করে।