মুক্তির প্রথম দিনেই ‘সুড়ঙ্গ’ সিনেমার আইএমডিবি রেটিং ছিল ৯ দশমিক ৭
প্রকাশকালঃ
১৭ জুলাই ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ ২৪৮ বার পঠিত
ঈদের দিন ঢালিউড পায় নতুন নায়ক। ছোট পর্দার পরীক্ষিত অভিনেতা আফরান নিশো দর্শকদের সামনে হাজির হন ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে। সিনেমাটির প্রথম শো হওয়ার পর থেকে আফরান নিশোকে আর আলাদা করে দেশ-বিদেশের দর্শকদের জানাতে হয়নি সিনেমাটি কেমন হয়েছে। চলচ্চিত্রের সবচেয়ে বড় অনলাইন তথ্যভান্ডারে ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) সে দায়িত্ব পালন করেছেন দর্শকেরাই।
কিন্তু হঠাৎ আইএমডিবিতে ছবিটির রেটিং কমে গিয়েছিল কেন? ‘সুড়ঙ্গ’ দেখে দর্শকেরা আইএমডিবিতে সিনেমাটির রিভিউ ও রেটিং জানিয়ে দিয়েছেন। সেই রেটিং সিনেমা মুক্তির চার দিন পর্যন্ত হু হু করে বাড়তে থাকে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়। কিন্তু মুক্তির প্রথম সপ্তাহে আইএমডিবিতে নিশো অভিনীত ছবিটির রেটিং কমছিল। সেখানে আবার সিনেমাটির রেটিং বাড়ছে।
মুক্তির প্রথম দিনেই ‘সুড়ঙ্গ’ সিনেমার আইএমডিবি রেটিং ছিল ৯ দশমিক ৭। পরে তিন দিন সিনেমাটির রেটিং ছিল ৯-এর কাছাকাছি। কিন্তু হঠাৎ সিনেমাটির রেটিং কমতে শুরু করে। এ নিয়ে সিনেমা-সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপেও সরব তারকাদের ভক্তরা। তাঁরা অনেকেই মনে করছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ সিনেমাটির রেটিং কম দিচ্ছেন।
রাব্বী নামের একজন লিখেছেন, ‘দেশের সিনেমাকে কেউ ভালোবাসলে “সুড়ঙ্গ” সিনেমার রেটিং কম দিত না। সর্বনিম্ন সিনেমাটির রেটিং ৭ দশমিক ৫ দাবি করে।’ আনিসুর রহমান নামের একজন লিখেছেন, ‘দেশের একটা ভালো সিনেমাকে কেন কিছু লোক রেষারেষি করে কম রেটিং দিচ্ছে, নিশোদের থামানোর চেষ্টা করছে, বুঝছি না। এতে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সিনেমা আরও পিছিয়ে পড়বে। সুড়ঙ্গ বহির্বিশ্বেও ভালো করবে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবে।’
৪ জুলাই আইএমডিবিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার রেটিং কমে হয়েছিল ৪ দশমিক ৭। সেটা এক দিন পর বেড়ে ৫-এ ছুঁয়েছে। বর্তমানে সিনেমাটির রেটিং ৬ দশমিক ২। ধারণা করা হচ্ছে, এই রেটিং আরও বাড়বে। তবে মজার ব্যাপার হচ্ছে, রেষারেষিতে রেটিং কম-বেশি হলেও সিনেমাটি রিভিউয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, যা বাংলা সিনেমায় আগে খুব একটা দেখা যায়নি। বেশির ভাগ সিনেমাপ্রেমী ‘সুড়ঙ্গ’ সিনেমার সমালোচনায় ১০-এ ১০ দিয়েছেন।
৫ জুলাই পর্যন্ত ২২৪ জন সিনেমাটির রিভিউ লিখেছেন। এর মধ্যে ১০-এ ১০ দিয়েছেন ১২৩ জন। ১০-এ ৯ দিয়েছেন ৩৮ জন। পরে বড় একটা অংশ সমালোচনা করে সিনেমাটিকে ৭ ও ৮ দিয়েছেন। রেটিং কমে গেলেও সেটা আবার বাড়তে শুরু করেছে। গত ১০ দিনে রিভিউ আরও বেড়েছে। বর্তমান সিনেমাটির রিভিউ দিয়েছেন ৩৮৮ জন। ধারণা করা হচ্ছে, শিগগিরই সিনেমাটির রেটিং আগের জায়গায় চলে যাবে।
কারণ, নিশোর ভক্তরা আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছেন। এখনো অনেকে জায়গা টিকিট মিলছেন না। সিনেমাটি ঈদ উপলক্ষে গত ২৯ জুন মুক্তি পেয়েছে। সিনেমাটি এখন দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রযোজক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও আলফা আই।