আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে আসর শুরুর আগে প্রস্তুতিতে ঘাটতি থাকায় আক্ষেপ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ নারী দল। যথেষ্ট আন্তর্জাতিক সিরিজ খেলতে না পারার অভাবটাই বেশি অনুভব করছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, “বিশ্বকাপের আগে যদি আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পেতাম, তবে প্রস্তুতিটা আরও ভালো হতো। কিন্তু যেটা হয়নি তা নিয়ে ভাবার সুযোগ নেই। আমরা যা পেয়েছি, সেটার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি। ক্রিকেটাররাও শতভাগ দিতে প্রস্তুত।”
বিশ্বকাপের আগে পাকিস্তান খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ। ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডও খেলেছে আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু বাংলাদেশ পায়নি কোনো সুযোগ।
তবুও আশাবাদী জ্যোতি। তিনি বলেন, “ঘাটতি তো আছেই। তবে আমরা নেতিবাচক কিছু ভাবছি না। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আছে। এই ম্যাচগুলোতেই আমরা কম্বিনেশন ঠিক করে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে পারব। এছাড়া আমরা ম্যাচ সিনারিও ধরে অনুশীলন করেছি, মানসিক প্রস্তুতিও নিয়েছি।”