গোপালগঞ্জের সাকিব দল পেলেন না

প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৭:১৯ অপরাহ্ণ ০ বার পঠিত
গোপালগঞ্জের সাকিব দল পেলেন না

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
 

গত আইপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন সাকিব আল হাসান। তবে নিলামের পরে কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুকে লিখেছিল, ‘সাকিব হুসাইন ইজ নাইট’, যা অনেককে বিভ্রান্ত করেছিল। পরে জানা যায়, এটি বাংলাদেশের সাকিব আল হাসান নয়, বরং ভারতের এক ক্রিকেটার।
 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে শুধু নামের মিলই নয়, ভারতীয় এই সাকিবের বাড়িও গোপালগঞ্জে। তবে এটি বাংলাদেশের গোপালগঞ্জ নয়, ভারতের বিহারের গোপালগঞ্জ। সেখানেই জন্ম এই পেসারের।
 

এবারের আইপিএল মেগা নিলামেও ছিলেন সাকিব হুসাইন। তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় দিনে তার নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখায়নি। অথচ গত বছর ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।


প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা পেতে কঠিন লড়াই করতে হয়েছে সাকিব হুসাইনকে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাকিব পাড়ার ছোট টুর্নামেন্ট খেলে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারের উপার্জনে সহায়তা করতেন।
 

২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত একটি ক্রিকেট লিগ তার ক্যারিয়ারে বড় মোড় আনে। দুর্দান্ত সুইং, গতি, এবং সঠিক লাইন-লেন্থের মাধ্যমে নির্বাচকদের নজর কাড়েন। এরপর তিনি বিহারের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান এবং পারফর্ম করে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পান।


২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। গুজরাটের বিপক্ষে ২০ রান দিয়ে চার উইকেট নিয়ে নজর কাড়েন। এরপরে আইপিএলের বিভিন্ন দল তাকে নেট বোলার হিসেবে প্রস্তাব দেয়।
 

তিনি চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে যোগ দেন এবং ২০২৩ সালে দলের সঙ্গে থাকেন। এরপর ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়। যদিও মাঠে খেলার সুযোগ হয়নি, তবে তারকা ক্রিকেটারদের সঙ্গে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করেন।
 

তবে এবারের আইপিএল নিলামে দল পাননি সাকিব হুসাইন। তার এই যাত্রা হয়তো থেমে গেলেও ভবিষ্যতে তার কাছ থেকে আরও ভালো কিছু দেখার আশা করা যায়।