বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩তম

প্রকাশকালঃ ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১০ অপরাহ্ণ ২৯৪ বার পঠিত
বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩তম

য়েক দিন ধরে রাজধানীতে গরম বেড়েছে। আজ মঙ্গলবারও তীব্র রোদ, সেই সঙ্গে গরম। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারের চেয়ে এটি এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বৃষ্টি কমে যাওয়ায় দূষণও বেড়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ৯৯। বাতাসের এই মান ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়।

গত বৃহস্পতিবার একই সময়ে বিশ্বের ১১০টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। আগের দিন বুধবার একই সময়ে বায়ুদূষণে ঢাকা ছিল শীর্ষে। আজ দুপুর ১২টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কোচিং। একিউআই সূচকে শহরটির স্কোর ছিল ১৮১। দ্বিতীয় স্থানে থাকা কুয়েতের কুয়েত সিটির স্কোর ১৫৯।


আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।