চারঘাটে টিসিবি পণ্য থেকে বঞ্চিত সাড়ে তিন হাজার পরিবার স্মার্ট কার্ড থাকলেও মিলছে না টিসিবি পন্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ০১:৪২ অপরাহ্ণ   |   ১২৪ বার পঠিত
চারঘাটে টিসিবি পণ্য থেকে বঞ্চিত সাড়ে তিন হাজার পরিবার স্মার্ট কার্ড থাকলেও মিলছে না টিসিবি পন্য

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) সংবাদদাতাঃ-


রাজশাহীর চারঘাট উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে প্রায় সাড়ে তিন হাজার পরিবার টিসিবি কার্ডধারী স্বল্প মূল্যের পণ্য ক্রয় করা থেকে হতদরিদ্র সাধারন মানুষ বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, উপজেলায় ১৩ হাজার ২শ ১৫ কার্ড অনুমোদন করা হবে। সরকারী নির্দেশ অনুযায়ী এই অ্যানালগ কার্ডগুলো ফ্যামিলি র্স্মাট কার্ড করার জন্য অনলাইন করা হয়। এ পযর্ন্ত উপজেলায় ৮ হাজার ৬শ ৮০টি স্মার্টর্কাড বিতরন করা হয়েছে। বাকি ৩ হাজার ১শ১ পরিবার এখনো টিসিবি কার্ডধারী কাছে পৌছেনি। ডিলারা এই কার্ড ছাড়া কোনো পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করা যাবে না বা করছেন না। ফলে স্বল্পমূল্যে পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন ও মধ্যে বৃত্তের পরিবার।


উপজেলার বিভিন্ন ইউনিয়নে চারঘাট ইউনিয়নসহ ভায়ালক্ষীপুর ১ হাজার ৬শ ৮৮ জন অনলাইন আবেদন করেছে,তার মধ্যে ১ হাজার ৪৭টি স্মার্টকার্ড পেয়েছে,তার মধ্যে ২শ ৩১ কার্ডে পণ্য পায়নি। বাকি ৬শ৪১ কার্ড হয়নি। সরদহ ইউনিয়নে ১ হাজার ২শ ৪৫টি মধ্যে পেয়েছে ৭শ ২৪টি, বাকি ৫শ২১টি আসেনি। শলুয়া ইউনিয়নে ১ হাজার ৭শ৬৯ মধ্যে ১ হাজার ৫শ৩টি পেয়েছে,বাকি ২শ৬৬টি আসেনি। নিমপাড়া ইউনিয়নে স্মার্টকার্ড ২হাজার ৫১টি,তার মধ্যে ১ হাজার ৪শ১৩টি পেয়েছে, বাকি ৬শ৩৮টি আসেনি। ইউসুফপুর ১হাজার ৩শ ৭৮টি,তার মধ্যে ৫০৯টি কার্ড পেয়েছে। বাকি ৮শ৬৯ জন পাইনি। পৌরসভায় ৩ হাজার ৬শ৭৩টি স্মার্টকার্ড এর মধ্যে ২ হাজার ৩শ ৩৬টি পেয়েছে,বাকি ১ হাজার ৩শ৩০টি আসেনি। স্থানীয় লোকজন জানান, ভুল নাম বা মোবাইল নম্বর কারণে স্মার্টকার্ড চারঘাট পৌর নির্বাহী সচিব মোবারক হোসেন অনুমোদন বা (একটিভ) না করায় ভোগান্তিতে পড়ছেন পৌরসভায় কার্ডধারীরা। 


এব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন,উপজেলায় এখনো যাদের ফ্যামিলি কার্ড নিয়ে সমস্যা হচ্ছে সেগুলো সমাধানের ব্যবস্থা নেয়া হবে আর বাকি ফ্যামিলি কার্ড আসেনি সেগুলো কবে নাগাদ আসবে সে সম্পর্কে এখনো সুনিদিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু জটিলতা আছে,তবে পর্যায়ক্রমে সবাই স্মার্টকার্ডের আওতায় নিয়ে আসা হবে।