জাবি ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগে ২৮ বাস আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
জাবি ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগে ২৮ বাস আটক

টিউশন শেষে বাড়ি ফেরার পথে রাজধানী পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে তারা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী পরিবহনের ২৮টি বাস আটক করেন।
 

 

ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় সাভারের থানা স্ট্যান্ড এলাকায়। পরে আহত শিক্ষার্থী হালিমা খাতুন (লোকপ্রশাসন বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।
 

ফেসবুকে দেওয়া এক পোস্টে ভুক্তভোগী ছাত্রী লিখেছেন,
“বিকেল সাড়ে ৫টার দিকে থানা স্ট্যান্ড থেকে রাজধানী বাসে উঠি। হেলপার আমাকে গন্তব্য জানতে চাইলে আমি বলি জাহাঙ্গীরনগর। তিনি ভুল শোনার ভান করে জিরানি যাচ্ছি বলে প্রশ্ন তোলেন। আমি আবারও জাহাঙ্গীরনগর বলার পর হেলপার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় বাস চলতে শুরু করায় আমি রাস্তায় পড়ে যাই এবং পায়ে মারাত্মক আঘাত পাই। এর আগেও একই অভিজ্ঞতার শিকার হয়েছি।”

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ বিষয়ে বলেন,
“এটি অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। বুধবার বাস মালিকপক্ষের সঙ্গে বৈঠক হবে, সেখানে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”