আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ ২০১ বার পঠিত
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের শেষ জনসভা, আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। গতকাল দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শেষ জনসভা। পাশাপাশি দলের সভাপতির জাতির উদ্দেশে ভাষণ। বিদেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন নির্বাচন পর্যবেক্ষণ করতে। ইইউ প্রতিনিধিরা আগে থেকেই আছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আছে। এর বাইরেও বিভিন্ন দেশের ৫০ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।


তিনি আরও বলেন, ক্রমান্বয়ে নির্বাচন কমিশন তাদের স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছেন। তাই নির্বাচনের আচরণ বিধি  পালনে কোন ব্যাত্যয় হলে তারা ব্যবস্থা নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে কোন বাধা বা প্রভাব থাকছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।

সরকারের সুবিধাভোগী তিন কোটি ভোটারের উপস্থিতি চেয়ে রিটসরকারের সুবিধাভোগী তিন কোটি ভোটারের উপস্থিতি চেয়ে রিট এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।