ঢাকা প্রেস নিউজ
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ঘোষিত এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও জনতার ভিড় বাড়ছে। দুপুরে সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্, কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের।
এর আগে, শুক্রবার রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এদিকে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ ঘিরে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতি ক্রমেই বাড়ছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।