চীনের পূর্বাঞ্চলের ভারি বৃষ্টি-বন্যায় নিহত ৫ ও নিখোঁজ ২ জন

প্রকাশকালঃ ২৩ জুলাই ২০২৩ ০৬:২২ অপরাহ্ণ ২১০ বার পঠিত
চীনের পূর্বাঞ্চলের ভারি বৃষ্টি-বন্যায় নিহত ৫ ও নিখোঁজ ২ জন

চীনের পূর্বাঞ্চলের ভারি বৃষ্টি-বন্যায় নিহত ৫, নিখোঁজ এখনো ২। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

বেইজিং ইয়ুথ ডেইলিতে প্রকাশিত ছবিতে দাইউয়ান এলাকার ওই গ্রামের রাস্তায় ঘোলাপানির পাশাপাশি বাড়িঘরে পানি ঢুকতে ও বন্যার পানিতে উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুমুল বৃষ্টির কারণে তীর উপচে ঢুকে পড়া নদীর পানি চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংঝৌরে অসংখ্য ঘর প্লাবিত করেছে। অনেক লোক ও তাদের জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে।


চীনে সাধারণত জুলাইয়ের শেষদিকে ভারি বৃষ্টিপাত হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আঘাত হানা ঝড়গুলো তীব্র হয়ে উঠছে।

টানা বৃষ্টিতে শনিবার চীনের উত্তরপূর্বের কিছু এলাকাও ডুবে গেছে, কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের শস্যভাণ্ডার খ্যাত অঞ্চলটিতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একাধিক শহর ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি দেখার পর কর্তৃপক্ষ লিয়াওনিং প্রদেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। কেবল প্রাদেশিক রাজধানী দালিয়ানের একটি জেলা এক ঘণ্টাতেই ৯৩ মিলিমিটার বৃষ্টি দেখেছে।