 
                            
ঢাকা প্রেস
গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় দুই রিকশা যাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকস্তব্ধ এলাকা।
 
গত বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী জান্নাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হন।
 
নিহতদের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার তিনমাইল এলাকার বাসিন্দা। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এই দুর্ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
 
মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    