সাকিবের অসাধারন বোলিংয়ে বাংলা টাইগার্সের প্রথম জয়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৪ ০৩:১৮ অপরাহ্ণ   |   ২৪৭ বার পঠিত
সাকিবের অসাধারন বোলিংয়ে বাংলা টাইগার্সের প্রথম জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বল হাতে পারফর্ম করতে পারছিলেন না সাকিব আল হাসান।এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়েও বল হাতে পারফর্ম করতে পারছিলেন না সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচ বল ব্যাট দুটোই ভালো হয়নি বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের। তবে দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন সাকিব। বাংলা টাইগার্সকে চলতি আসরের প্রথম জয় এনে দিলেন অধিনায়ক সাকিব।

এদিন ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সাকিব।

ইফতিখার আহমেদের হাফসেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তুলতে পারে ভ্যাঙ্কুবার।

কিন্তু বল হাতে চমক দেখালেও ব্যাটিংএ মাত্র ২ রান করেছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক।