হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:-
নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিনের ইজারাকৃত গরুর হাটের পাশেই জোরপূর্বক বসানো হয়েছে বিকল্প একটি হাট। এতে ব্যাপক বিশৃঙ্খলা ও রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইজারাদার ও গরু ব্যবসায়ীরা।
জানা গেছে, হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের ‘হাতিয়া বাজার’ দক্ষিণ নোয়াখালীর অন্যতম বৃহৎ গরুর হাট হিসেবে পরিচিত। সপ্তাহে দুই দিন—শনিবার ও মঙ্গলবার—এখানে গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনাবেচা হয়। চলতি বছরে এই হাটের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ টাকা।
ইজারাদারদের অভিযোগ, পূর্বে বাজারের আশপাশে আর কোনো গরুর হাট ছিল না। কিন্তু সম্প্রতি পরিকল্পিতভাবে একই দিনে বাজারের অদূরে সূবর্ণচরের ভূঁইয়ার হাট এলাকায় একটি বিকল্প হাট বসানো হয়েছে। গরু পরিবহনকারী ব্যাপারীরা যখন হাতিয়া বাজারে যাওয়ার পথে পৌঁছান, তখন একদল লোক জোরপূর্বক তাদের গাড়ি থামিয়ে গরুগুলো সেই স্থানে নামিয়ে বিক্রি করতে বাধ্য করছে।
এর ফলে রাস্তায় তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পাশাপাশি, মূল ইজারাকৃত হাটে ব্যাপারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজস্ব ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে গরু ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে হাতিয়া বাজারে গরু বিক্রি করে আসছি। কিন্তু আজ জোর করে রাস্তার মধ্যে থামিয়ে আমাদের অন্য হাটে যেতে বলা হয়েছে।”
এ প্রসঙ্গে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “বিষয়টি লিখিতভাবে পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে শুধুমাত্র রাজস্ব ক্ষতি নয়, বরং দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কাও রয়েছে।