চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মে ২০২৫ ০৩:৩২ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে সরকার বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ করবে। এসব লবণ এতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে দেওয়া হবে, যাতে চামড়া নষ্ট না হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করা যায়।
 

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানির বিষয়ক ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা শেষে বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায় বা লোকজন তাড়াহুড়ায় অল্প দামে বিক্রি করে দেয়। এসব সমস্যা এড়াতে এবার আগেভাগেই লবণ সরবরাহ করা হবে। সরকার চায় এতিমের হক রক্ষা হোক।”
 

তিনি আরও জানান, আগামীকাল (বৃহস্পতিবার) চামড়ার দাম নির্ধারণ করা হবে।