ঢাকা প্রেস
বিনোদন প্রতিবেদক:-
ঈদের সময় "ইত্যাদি"তে তাহসানের সাথে গাওয়া "রঙে রঙে রঙিন হব" গানটি দিয়ে সারা দেশ মুগ্ধ করেছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মিষ্টি কণ্ঠস্বর ও সুরের মাধুর্যে মুগ্ধ করেছিল সকলকে।
কিন্তু সম্প্রতি লন্ডনের মাইল এন্ড স্টেডিয়াম মঞ্চে একই গান গাইতে গিয়ে বেসুরো গান গেয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে গান গাইতে গিয়ে বারবার সুর ভুল করছেন ফারিণ।
ফলে, প্রশংসা থেকে শুরু করে ট্রল ও সমালোচনার ঝড় উঠেছে নেটজগতে। অনেকেই মন্তব্য করছেন, 'পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো'। আবার কেউ কেউ বলছেন, 'লাইভে গান গাওয়া আর অনুষ্ঠানে গান গাওয়ার ফারাক অনেক।'
ফারিণের নীরবতা: এই বিষয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেননি ফারিণ। তিনি লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে, লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত "ফাতিমা" ছবিটি সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একই সাথে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিণ।
লন্ডনের মঞ্চে বেসুরো গান গেয়ে সমালোচনায় পড়লেও, অভিনয়ের মাধ্যমে নতুন সাফল্য অর্জন করেছেন তাসনিয়া ফারিণ।