দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ

প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৯:২৮ অপরাহ্ণ ০ বার পঠিত
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ

ঢাকা প্রেস নিউজ

 

ভারতের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) মহানগরীর সব স্কুলকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে।
 

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই, টাইমস অব ইন্ডিয়া এবং ডেকান হেরাল্ডের পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) দিল্লির সব স্কুলে ভর্তি প্রক্রিয়ার সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের সনাক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজ জানান, শিক্ষা দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এসব অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীকে ভর্তি না করা হয়। এ বিষয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে আলোচনা করা হয়।
 

ডেকান হেরাল্ড আরও জানায়, জনস্বাস্থ্য বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো অবৈধ বাংলাদেশি অভিবাসীকে জন্ম সনদ না দেওয়া হয়। এছাড়াও, এমসিডিকে শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

জনস্বাস্থ্য বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য কোনো জন্মসনদ বা প্রশংসাপত্র ইস্যু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ একটি দল গঠন করা হবে। এমসিডির সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তাদের এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।