ঢাকা প্রেস,টেকনাফ প্রতিনিধি:-
কক্সবাজারের টেকনাফে শনিবার (২ নভেম্বর) সকালে ৯ জন কৃষককে অপহরণ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশের উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে।
অপহৃতদের মধ্যে সাতজন স্থানীয় এবং দুইজন রোহিঙ্গা। তাদেরকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ফোনে দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে লাশ ফেরত দেওয়ার হুমকি দিয়েছে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে এসে শুধু নাম ঠিকানা নিয়ে চলে গেছে। পরবর্তীতে তাদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। স্থানীয় জনতাও উদ্ধার অভিযানে সহায়তা করতে চাইলেও পুলিশের নীরব ভূমিকায় হতাশ হয়ে পড়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, পুলিশ বিভিন্নভাবে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।