ক্রীড়া ডেস্ক:-
আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের ২য় প্রস্তুতি হিসেবে একাডেমির সদস্যদের সিনিয়র আমন্ত্রিত কমলা দল ১-১ গোলে সবুজ দলের সাথে ড্র করেছে।
সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত ম্যাচে সিনিয়র দলের সজল১ টি, এবং জুনিয়র সবুজ দলের ১টি গোল পরিশোধ করে খেলয় সমাতা এনে ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন।
এর আগে শুক্রবার কমলা দল জয় লাভ করে সমন্বিত একাদশ গঠন করে শনিবার বিকেলে আমন্ত্রিত (অ-১৭ সবুজ)দলের সাথে খেলেছে।
শনিবার বিকেলের খেলাটি পরিচালনা করেন সাবেক ফুটবলার মোঃ ওমর ফারুক, সহকারী শাখাওয়াত হোসেন ও ইশতিয়াক।
প্রস্তুতি মূলক ম্যাচ পরিদর্শন করেছেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং অভিভাবক সদস্য গণ উপস্থিত ছিলেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথি পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার ।
আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আন্তঃ একাডেমি কাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচ মাঠে গড়াবে।