চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৫ ০৩:৩২ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম):


 



 

"আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 

উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহানাজ পারভীন, ওয়ার্ল্ড কনসার্নের প্রজেক্ট ম্যানেজার রাজ কুমার মন্ডল, শিশু সুরক্ষা অফিসার পিংকি মিনজী, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান এবং বিভিন্ন সংগঠনের নারী সদস্য ও শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার সেল্প অর্চনা রায়
 

সভায় বক্তারা বলেন, এক সময় কন্যা শিশুর তুলনায় পুত্র শিশুর প্রতি বেশি মনোযোগ দেওয়া হতো, যা সমাজে বৈষম্যের জন্ম দেয়। এখন সময় এসেছে কন্যা শিশুকে নিরাপদ, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করার। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে সচেতনতা বৃদ্ধি করে কন্যা শিশুর অধিকার ও সম্ভাবনা বিকাশে কাজ করতে হবে। তাদের সমান সুযোগ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।
 

আলোচনা শেষে জাতীয় কন্যাশিশু দিবসের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৪ জন স্বপ্নসার্থীর হাতে সার্টিফিকেট, মগ ও ফুল তুলে দেওয়া হয়।