জনগণের সেবা করতেই এমপি হয়েছি, চুরি বরদাশ করব না: আব্দুর রশিদ

প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৪ ০৪:২৬ অপরাহ্ণ ১০০৯ বার পঠিত
জনগণের সেবা করতেই এমপি হয়েছি, চুরি বরদাশ করব না: আব্দুর রশিদ

ঢাকা প্রেস নিউজ
সরিষাবাড়ীতে মৎস সপ্তাহ উদ্বোধনে এমপি আব্দুর রশিদ:


সরিষাবাড়ীতে মৎস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক অধ্যক্ষ ও সংসদ সদস্য আব্দুর রশিদ স্পষ্ট করে বলেছেন, তিনি জনগণের ভোটে এমপি হয়েছেন চোরদের সঙ্গে সমঝোতা করার জন্য নয়। বরং প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের জন্য বরাদ্দকৃত তহবিল সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতেই তিনি নিরলস কাজ করে যাবেন।

 

বুধবার (৩১ জুলাই) সকালে সরিষাবাড়ী উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, "জনপ্রতিনিধি বা দপ্তরের লোক যদি জনগণের জন্য বরাদ্দকৃত তহবিল আত্মসাতের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।