নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী আজ। ৯ ডিসেম্বর পালিত হচ্ছে জাতীয় রোকেয়া দিবস ২০২৫। দিবসটি ঘিরে রংপুরের পায়রাবন্দসহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর আজই পুনরায় খুলে দেওয়া হচ্ছে ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে বলেন, ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারীমুক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়া যে ভূমিকা রেখেছেন তা অনন্য।
নারীশিক্ষা, মানবাধিকার, নারী অধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের জন্য এবার চার নারীকে প্রদান করা হচ্ছে রোকেয়া পদক ২০২৫।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
রুভানা রাকিব (নারীশিক্ষা–গবেষণা)
কল্পনা আক্তার (নারী অধিকার–শ্রম অধিকার)
নাবিলা ইদ্রিস (মানবাধিকার)
ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ–ক্রীড়া)
বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে নির্মিত স্মৃতিকেন্দ্রটি ২০১২ সালে বন্ধ হয়ে যায় বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা কেন্দ্রটি আজ আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হচ্ছে।
স্মৃতিকেন্দ্রটিতে রয়েছে—
২৬০ আসনের মিলনায়তন
১০০ আসনের সেমিনার কক্ষ
১০ হাজার বইয়ের লাইব্রেরি
গবেষণাকেন্দ্র ও সংগ্রহশালা
নারী প্রশিক্ষণ কেন্দ্র (২৫টি সেলাই মেশিন)
বেগম রোকেয়ার ভাস্কর্য ও ম্যুরাল
বাংলা একাডেমির সহকারী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবিদ করিম মুন্না জানান, প্রথম ধাপে তিনটি ট্রেডে ৮০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ পাবেন।
স্মৃতিকেন্দ্রের আধুনিকায়ন ও সংস্কারের জন্য প্রস্তাবিত ১০০ কোটি টাকার প্রকল্প এখনও অনুমোদন পায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত বরাদ্দ দিয়ে উন্নয়নকাজ শুরু করা প্রয়োজন।
পাশাপাশি রোকেয়ার পৈতৃক ভিটার ৫১ একর জমি দখলমুক্ত করার দাবিও দীর্ঘদিন ধরে স্থানীয়রা জানিয়ে আসছেন। এই জমি উদ্ধারে মামলা উচ্চ আদালতে বিচারাধীন।
১৮৮০ সালে পায়রাবন্দে জন্ম নেওয়া বেগম রোকেয়া ১৮৯৮ সালে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনকে বিয়ে করেন। স্বামীর অনুপ্রেরণায় সাহিত্যচর্চা শুরু করে তিনি ‘মতিচূর’, ‘পদ্মরাগ’, ‘অবরোধবাসিনী’ ও বিশ্বখ্যাত ‘সুলতানা’স ড্রিম’ রচনা করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতার সোদপুরে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তাঁর দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
রোকেয়া দিবস উপলক্ষে পায়রাবন্দে আজ শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা। সার্কাস, পুতুলনাচ, মোটরসাইকেল খেলা, মনিহারি ও কাঠের পণ্যের স্টলসহ নানা বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন থাকছে এতে।
এ ছাড়াও বিভিন্ন স্থানে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, রক্তদান, আলোচনা সভা, নাটিকা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল তরুণদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিষয় ছিল—
‘শুধু সমাজসংস্কারক নয়, বরং রোকেয়া সাখাওয়াত হোসেন নারী আন্দোলনের পথিকৃৎ।’