|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৫ ০১:২২ অপরাহ্ণ

পুঠিয়ায় কুপিয়ে জখম করে ছিনতাই


পুঠিয়ায় কুপিয়ে জখম করে ছিনতাই


মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-



রাজশাহীর পুঠিয়ায় মোঃ আদম আলী (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মোবাইল, টাকা-পায়সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামে সেন্টারের সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপরে। আহত আদম , উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মো. আলমগীরের ছেলে। গুরুত্ব আহতকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

 

জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে ভিকটিম মোঃ আদম আলী ঝলমলিয়া বাজার হতে হেটে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। সেনভাগ গ্রামে সেন্টারের সামনে পৌছালে হেলমেট পরা অজ্ঞাত ৩ (তিন) জন ব্যক্তি পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম ও ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এ সময় ভিকটিমকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে। তার নিকটে থাকা ১৫,০০০/(পনের) হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের অস্ত্র আঘতে গুরুতর আহত আদম চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণ ভিকটিমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।


এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫