নুরুল আমিন পলাশ, কয়রা (খুলনা) প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে কয়রা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত ইউএনওকে স্বাগত জানান সংগঠনের নেতারা।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন খুলনা জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জি. এম. ইয়াছিন আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলামিন ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে কয়রার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। একই সঙ্গে নবাগত ইউএনও’র দায়িত্বকাল যেন জনকল্যাণে ভরপুর ও সফল হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।