মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (সাড়ে ১২টা) চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কার্যালয়ে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবিদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যবদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক অশিত কুমার ঘোষ, আলেম সংগঠনের প্রতিনিধি আবু জারসহ বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে আবু সাইদ চাঁদ বলেন, “আমরা চাই সবাই নির্বিঘ্নে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, যেন কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ না থাকে।” তিনি আরও বলেন, অতীতের বিতর্কিত নির্বাচন পরিচালনায় যুক্ত ব্যক্তিরা যেন পুনরায় দায়িত্ব না পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব চলবে না এবং জনগণ যাকে যোগ্য মনে করবে, তাকেই ভোটের মাধ্যমে বিজয়ী করবে—এমন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।