হবিগঞ্জের ফেসবুক পোস্টের জেরে সংঘর্ষ: ৫০ জন আহত

প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৪৬ অপরাহ্ণ ৪৩৭ বার পঠিত
হবিগঞ্জের ফেসবুক পোস্টের জেরে সংঘর্ষ: ৫০ জন আহত

ঢাকা প্রেস
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-


হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘটিত দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
রোববার সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু এবং একই এলাকার আওলাদ মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় আওলাদ মিয়ার একজন আত্মীয় ফেসবুকে একটি পোস্ট করলে বিষয়টি উস্কে ওঠে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং এর ফলে সৃষ্ট সহিংসতার একটি উদাহরণ। এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।