নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০৯ অপরাহ্ণ ০ বার পঠিত
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
 

উল্লেখ্য, গত ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিনকে সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ওই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
 

তবে চলতি বছরের ৫ আগস্ট ঘটে যাওয়া পট পরিবর্তনের পর থেকে এই কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্তের জন্য কেন্দ্রীয় বিএনপি একটি কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।