পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, যশোর-ঢাকা পদ্মাসেতু রেল প্রকল্প মানুষের দ্রুত যাতায়াতের স্বপ্ন দেখালেও বাস্তবায়নে সেই সুবিধা থেকে যশোরবাসী বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, প্রকল্প শুরুর আগে যশোর থেকে যমুনা সেতু হয়ে ঢাকায় তিনটি ট্রেন চলাচল করত। কিন্তু পরে সরকারের সিদ্ধান্তে দুটি ট্রেন রাজবাড়ী ও ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর পথে পরিচালিত হয়।
তারা আরও উল্লেখ করেন, পদ্মাসেতু রেল প্রকল্প চালু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে না এসে সিঙ্গিয়া স্টেশনের পর নড়াইল হয়ে ঢাকার পথে যাবে। একইভাবে, বেনাপোল এক্সপ্রেসও রাজবাড়ী ও ফরিদপুর হয়ে চলাচল করবে। ফলে যশোরবাসীকে পদ্মাসেতুর সুবিধা পেতে হলে ১৯ কিলোমিটার দূরের বাঘারপাড়া উপজেলার রাধানগরের পদ্মবিলা স্টেশনে যেতে হবে।
যশোরবাসীর সুবিধার কথা বিবেচনা করে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চালুর দাবি জানান বক্তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।