সাক্কুকে ঢাকায় ডেকে পাঠালেন ফখরুল: কী বার্তা দিলেন বিএনপি মহাসচিব?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৭:৩০ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
সাক্কুকে ঢাকায় ডেকে পাঠালেন ফখরুল: কী বার্তা দিলেন বিএনপি মহাসচিব?

কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তার এই ঘোষণায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে নানামুখী আলোচনা।
 

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—সাক্কুর এই অবস্থান পরিবর্তনে কি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্যোগ নিয়েছেন? নাকি সাক্কু নিজেই বিএনপির রাজনীতিতে ফেরার লক্ষ্যে মহাসচিবের শরণাপন্ন হয়েছেন? সম্প্রতি ঢাকায় বিএনপি মহাসচিবের বাসায় তাদের মধ্যে একান্ত বৈঠক ঘিরে এখন পুরো কুমিল্লা জুড়ে চলছে জল্পনা-কল্পনা। আলোচনায় বিষয়টি এখন “টক অব দ্য কুমিল্লা”।
 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাক্কুর এই বৈঠক কেবল ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ নয়—এর পেছনে থাকতে পারে বড় কোনো রাজনৈতিক বার্তা। কুমিল্লাবাসীর মনে প্রশ্ন, তবে কি সাক্কু আবারও দলীয় রাজনীতিতে ফিরছেন? নাকি আড়ালে চলছে অন্য কোনো সমীকরণ?
 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ (সদর) আসনটি জেলার সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। এ আসনে বিএনপি ও জামায়াত—দুই দলেরই শক্ত অবস্থান রয়েছে। সম্প্রতি জামায়াতের প্রার্থী জনপ্রিয়তা অর্জন করায় বিএনপির হাইকমান্ড বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাই ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্য গড়ার উদ্যোগ নিচ্ছে দল।
 

দলীয় সূত্র আরও জানায়, মনিরুল হক সাক্কু বিএনপি থেকে বহিষ্কৃত হলেও তার নিজস্ব একটি ভোটব্যাংক রয়েছে কুমিল্লায়। তাই আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ কারণেই তাকে ফের দলীয় কাঠামোর ভেতরে আনার চেষ্টা চালাচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
 

সম্প্রতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসভবনে সাক্কুকে আমন্ত্রণ জানান। সেখানে তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়, তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।
 

কুমিল্লার রাজনৈতিক মহল তাই জানতে চায়—সাক্কুর ঢাকায় যাত্রা কি নতুন কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত, নাকি এটি কেবল সাময়িক রাজনৈতিক কৌশল? সময়ই এর উত্তর দেবে।