চাঁপাইনবাবগঞ্জে গুজব প্রতিরোধে নিয়ে মতবিনিময় সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ   |   ১৮৬ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে গুজব প্রতিরোধে নিয়ে মতবিনিময় সভা

ঢাকা প্রেস

মহিদুল ইসলাম ফরহাদ, চাপািনবাবগনঞ্জ জেলা প্রতিনিধি:-


চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস।


মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। 
সভার সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।


গুজব প্রতিরোধে সংবাদ প্রকাশ ও তৈরিতে বিভিন্ন বিভিন্ন প্রতিবন্ধকতা ও করনীয় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন উপস্থিত জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।