প্রকাশকালঃ
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০১ অপরাহ্ণ ১৬০ বার পঠিত
ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজ সকালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ৮০ বছর বয়সী।
গতকাল (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে "অপারেশন জ্যাকপট" সিনেমার শুটিং করে সন্ধ্যায় বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুস্থ বোধ করেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুজাতা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তার অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, সুজাতাকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
সুজাতা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি "সূর্য তৃষ্ণা", "বেহুলা", "কাঠমান্ডু" ও "অশনি সংকেত" সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
সুজাতার অসুস্থতার খবর শুনে চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।