**কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার-দেশীয় অস্ত্র ও ২টি পিকআপসহ উদ্ধার**

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০৮:০১ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
**কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার-দেশীয় অস্ত্র ও ২টি পিকআপসহ উদ্ধার**

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ


 

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ দুটি পিকআপও জব্দ করা হয়।

 


 

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা ডিবি পুলিশ, চান্দিনা, সদর দক্ষিণ, লালমাই ও লাকসাম থানা পুলিশের সমন্বিত একটি টিম দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। এতে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য এবং ১১ মামলার আসামি মোঃ নয়নসহ তার সহযোগী ৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
 

সম্প্রতি জেলার বিভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপারের নির্দেশনায় থানাগুলোতে অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
 

অভিযানের বর্ণনা

২৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চান্দিনা থানার বরকরই নাথের বাড়ী গ্রামে প্রায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় একাধিক টিম।
 

বিকেল সাড়ে ৪টায় অভিযান শুরু হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু ডাকাত পালিয়ে গেলেও নীল রংয়ের পিকআপে থাকা ৩ জনকে এবং পিছনে থাকা আরও ১ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে হলুদ রংয়ের পিকআপটি পালিয়ে গেলে সেটিকে ধাওয়া করে ডিবি পুলিশের দুটি টিম। লাকসাম রেলক্রসিংয়ে আটকানোর চেষ্টা করা হলেও ডাকাত নয়ন উল্টো ঘুরে পিকআপ চালিয়ে পালিয়ে যায় এবং পুলিশের দুই সদস্যকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে।
 

টানা দেড় ঘণ্টা ধাওয়া করার পর গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিপরীত পাশে ঢুকে সদর দক্ষিণ থানাধীন ফিরিঙ্গিরহাট এলাকায় প্রবেশ করে। সেখানে প্রায় ৩০ মিনিট ধাওয়া করার পর নয়ন পুকুরে ঝাঁপ দিলে ডিবির পাঁচ সদস্য পুকুরে নেমে তাকে আটক করতে সক্ষম হন। তার এক সহযোগী পালিয়ে যায়।
 

পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চান্দিনা, দেবীদ্বার ও দাউদকান্দি এলাকায় আরও অভিযান চালানো হয়।
 

স্বীকারোক্তি

গ্রেফতারকৃতরা চলতি মাসে লাকসাম থানায় মাদ্রাসার গরু ডাকাতি এবং চান্দিনা থানায় গরু ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।


গ্রেফতারকৃতদের পরিচয়

  • মোঃ রায়হান (২০), পিতা তাজুল ইসলাম, মাতা ফিরোজা বেগম, বরকরই গ্রাম, চান্দিনা

  • মোঃ শাহাদাত হোসেন (২৪), পিতা মৃত মনির হোসেন, মাতা রাবেয়া বেগম, বরকরই গ্রাম, চান্দিনা

  • মোঃ নয়ন (৩৪), পিতা মোহাম্মদ আলী, মাতা হোসনেয়ারা, দক্ষিণ নারান্দিয়া গ্রাম, তিতাস

  • মোঃ সজীব রানা (২৮), পিতা চেয়ারম্যান বারী মন্টু মিয়া, মাতা সেলিনা বেগম, সুরিখোলা গ্রাম, চান্দিনা

  • মোঃ নাছির (২৫), পিতা সিরা কাজী, মাতা পানমতি, দেওকামতা গ্রাম, চান্দিনা (সহযোগী হিসেবে উল্লেখ)

📌 ডাকাত নয়নের বিরুদ্ধে ১১টি, সজীবের বিরুদ্ধে ৫টি এবং রায়হানের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।


জব্দ করা আলামত

  • ২টি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ (নীল ও নীল-হলুদ রংয়ের)

  • ১টি টোটো রিভাল বার

  • ১টি বোল্ট কাটার

  • ২টি কাঠের বাটযুক্ত ছুরি

  • ২টি লোহার চাপাতি

  • ১টি স্টিলের চাপাতি

  • ১টি হেক্সো ব্লেড কাটার

  • লাকসাম এলাকায় ডাকাতি হওয়া ৩টি গরু ও ২টি বাছুর


পুলিশের বক্তব্য

অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রশংসা করেছেন পুলিশ সুপার এবং জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।