ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশী বিলে মঙ্গলবার (৬ মে) সকালে আকস্মিকভাবে একটি টর্নেডো দেখা গেছে। টর্নেডোটি প্রায় ২ মিনিট স্থায়ী ছিল।
স্থানীয়রা জানান, সকালবেলা হঠাৎ করেই বিলে টর্নেডোর সৃষ্টি হয়। প্রচণ্ড বাতাস ও ঘূর্ণির আকৃতি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের জানমাল বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
এ ধরনের প্রাকৃতিক ঘটনা বিরল হলেও স্থানীয়দের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।