আল হিলালে আরো এক ফুটবলার ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাব

প্রকাশকালঃ ২২ আগu ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ ১৯০ বার পঠিত
আল হিলালে আরো এক ফুটবলার ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাব

উরোপিয়ান লিগ ছেড়ে সৌদি আরবের লিগে যাওয়ার ধুম লেগেছে। এবার প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম ছেড়ে ক্লাব রেকর্ড ফিতে সৌদি পেশাদার লিগ আল হিলালে যোগ দিলেন আলেকসান্দার মিত্রোভিচ। এক বিবৃতিতে সার্বিয়ান এই ফরোয়ার্ডের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফুলহ্যাম।

এর মাধ্যমে ইউরোপ থেকে সৌদি আরবের লোভনীয় পেশাদার লিগে খেলোয়াড় যোগদানের তালিকা আরো দীর্ঘ হলো। আল হিলাল জানিয়েছে, ২৮ বছর বয়সী এই সার্বিয়ানের সাথে ৫০ মিলিয়ন পাউন্ডে তাদের চুক্তি হয়েছে। 


ফুলহ্যামের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘মিত্রোভিচ যেহেতু ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছিল, সে কারণেই আল হিলালের প্রস্তাবে রাজি হয়েছে ফুলহ্যাম। ’নেইমার, কালিডু কুলিবালি, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, রুবেন নেভেস ও ম্যালকমের পর ষষ্ঠ হাই-প্রফাইল খেলোয়াড় হিসেবে আল হিলালে নাম লেখালেন মিত্রোভিচ। 

গত মৌসুমে ফুলহ্যামের হয়ে তিনি ১৪ গোল করেছেন। ২০১৮ সালে ফুলহ্যামে যোগ দেওয়ার পর তিনি নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন। ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নশিপে রেকর্ড ৪৩ গোল করেছিলেন মিত্রোভিচ।