ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ:

প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০৭:০৮ অপরাহ্ণ ৩৮১ বার পঠিত
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ:

ঢাকা প্রেস
নিজস্ব প্রতিবেদক (ফরিদপুর):-


ফরিদপুরের মধুখালীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়ার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হলে, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

 

হামলাকারীরা লাঠি ও দেশি অস্ত্র নিয়ে শোভাযাত্রার গাড়িতে ভাঙচুর চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। পরে, শামসুদ্দিন মিয়ার সমর্থকরা খন্দকার নাসিরুলের সমর্থক বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার কার্যালয়ে হামলা চালায়।
 

এই দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধ চলে আসছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে শাহ মো. আবু জাফর বিএনপি ছেড়ে যাওয়ার পর থেকে এই বিরোধ আরও তীব্র হয়েছে।
 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন।