রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ: ভারী বর্ষণের কারণে মাটি ধস

প্রকাশকালঃ ১৮ আগu ২০২৪ ০৫:৩৪ অপরাহ্ণ ৫৩৩ বার পঠিত
রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ: ভারী বর্ষণের কারণে মাটি ধস

ঢাকা প্রেস নিউজ


রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মাটি ধসের কারণে রাঙ্গামাটি ও বান্দরবান জেলার মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে শনিবার (১৭ আগস্ট) বিকেল থেকে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা এলাকায় মাটি ধসে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়।

 

সড়ক সংস্কার কাজ শুরু: এই ঘটনার পরপরই রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ সড়ক সংস্কারের কাজ শুরু করেছে। রোববার (১৮ আগস্ট) সকাল থেকেই মাটি ভরাট করে রাস্তা সংস্কারের কাজ চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানিয়েছেন, বিকেলের মধ্যে যান চলাচল শুরু করার চেষ্টা চলছে।
 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানিয়েছেন, সড়কটি ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, সড়ক মেরামত শেষ হলে আবারও যান চলাচল স্বাভাবিক হবে।
 

প্রভাব: এই সড়কটি রাঙ্গামাটি জেলার সঙ্গে বান্দরবানে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। সড়ক বন্ধ হওয়ায় দুই জেলার মধ্যকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং দুই জেলার মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটেছে।
 

উল্লেখ্য: কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন রাঙ্গামাটি জেলায় যাতায়াত করে।