সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিগত ১৭ বছরের শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এবং জুলাই–আগস্ট বিপ্লবে নিহত শহীদদের হত্যার সুষ্ঠু বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুর বারোটায় বাড়বকুণ্ড বাজারের কাকলী ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উত্তর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কাকলী ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বদরুল আলম বদরুল, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুল এবং সাধারণ সম্পাদক একরামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর।
তিনি সমাবেশে বলেন,
“বাংলাদেশে গণতন্ত্র আজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শেখ হাসিনার দুঃশাসনে দেশের মানুষ আজ অসহায়। বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গুম, খুন ও কারাগারে পাঠিয়ে দেশকে এক ব্যক্তির শাসনে পরিণত করা হয়েছে। আমরা এই অন্যায়ের বিচার চাই। জুলাই–আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। অচিরেই এই দুঃশাসনের অবসান ঘটবে।”
বিক্ষোভে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উত্তর জেলা যুবদলের সদস্য লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাহাবুদ্দিন রাজু, মৎস্য দলের সভাপতি মো. ইলিয়াছ এবং মো. মোস্তাফিজুর রহমান হিরো।
এছাড়াও উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির নেতা মো. সেলিম রানা মেম্বার, আবু তাহের মেম্বার, খায়রুল্লাহ মেম্বার, খুরশেদ আলম, কন্ট্রাক্টর মো. খোকন, জয়নাল ভূঁইয়া, আব্দুল আলিম, আহসান উল্লাহ, মো. সাদ্দাম হোসেন, আবুল কালাম, মো. ফখরুল ইসলাম, মো. ইলিয়াছ, মো. আক্তারুজ্জামান আক্তার, মানিকসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সমাবেশ শেষে জনপদজুড়ে প্রতিধ্বনিত হয়—
“দুঃশাসনের অবসান চাই, গণতন্ত্র ফিরিয়ে দাও”
এই স্লোগান।