শফিক রেহমান পাচ্ছেন আজীবন সম্মাননা

প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫ অপরাহ্ণ ০ বার পঠিত
শফিক রেহমান পাচ্ছেন আজীবন সম্মাননা

ঢাকা প্রেস নিউজ
 

প্রখ্যাত সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে আজীবন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি (কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ)। এ সম্মাননা দেওয়া হবে ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস-এর ২৩তম আসরে, যা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির সহসভাপতি রাসেল আজাদ বিদ্যুত।
 

এর আগে, সিজেএফবি-এর আজীবন সম্মাননা পেয়েছেন দেশবরেণ্য ব্যক্তিত্বরা, তাদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আসাদুজ্জামান নূর, কবরী সারওয়ার, হুমায়ূন আহমেদ ও তারিক আনাম খানসহ আরও অনেকে।
 

এ বছর সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমের সেরা পারফরমারদের সম্মানিত করার পাশাপাশি থাকবে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জমকালো অনুষ্ঠান আয়োজন।
 

প্রসঙ্গত, শফিক রেহমানের উপস্থাপনায় ‘লাল গোলাপ’ নামের অনুষ্ঠানটি এক সময় বেশ জনপ্রিয় ছিল, যা প্রথমে বিটিভিতে এবং পরে বাংলাভিশনে প্রচারিত হতো। গত আট বছর দেশের বাইরে থাকার কারণে এই অনুষ্ঠান থেকে বিরত থাকলেও, সম্প্রতি দেশে ফিরে আসার পর ‘লাল গোলাপ’ আবারও টিভি পর্দায় ফিরে এসেছে।